চান্দপুর এলাকায় চা শ্রমিকদের ধর্মঘটে পুলিশি বাধা

News News

Desk

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করেছেন। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে ধর্মঘটের পাশপাশি বিক্ষোভ ও মানববন্ধন করেন শ্রমিকরা।

বেলা ১২টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর এলাকায় ঢাকা-সিলেট পুড়াতন মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। সেখানে ২৪টি বাগানের শ্রমিকরা জড়ো হতে থাকেন। বেলা দেড়টার মধ্যে সেখানে অন্তত ১০ হাজার শ্রমিক সমবেত হন।

পরে তারা রওনা হন উপজেলা শহরের উদ্দেশ্যে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় পুলিশ শ্রমিকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ব্যানার ছিড়ে দেয়। শ্রমিকরা পুলিশের ব্যারিকেট ভেঙে শহরে প্রবেশ করে চুনারুঘাট থানা গেটের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। সর্বশেষ খবরে জানা যায়, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) (চা বাগানে) সাপ্তাহিক বন্ধ এবং সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেন শ্রমিক নেতৃবৃন্দ। এই সময়ের মধ্যে দাবি না মানলে ১৬ তারিখ থেকে পুনরায় কর্মবিরতি শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ।

সূত্র : দেশ রূপান্তর