হেলিকপ্টার দুর্ঘটনায় আহত লে. কর্নেল ইসমাইল আর নেই

News News

Desk

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২

অনলাইন ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‍্যাব ফোর্সেসের উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পতিত হন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল। দুর্ঘটনা পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নেওয়া হয়।

এর আগে, গত ৬ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইলের একটি অস্ত্রোপচার হয়। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন