ডেঙ্গু : দেশে মৃত্যু ১, শনাক্ত ৮৭ News News Desk প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু। একই সময়ে নতুন করে আরও ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন শনাক্ত ৮৭ জনের মধ্যে ঢাকার বাইরে ১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন ও ঢাকার বাইরে ৭২ জন। এ নিয়ে চলতি বছর দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ১৮৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৭৭ জন ও ঢাকার বাইরে ৫০৭ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: