নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন জেলেরা

News News

Desk

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২২

অনলাইন ডেস্ক : সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। সুতরাং এখন থেকে সাগরে মাছ ধরতে পারবেন জেলেরা।

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর সরকার গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে।

শনিবার (২৩ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিটে নিষেধাজ্ঞা শেষ হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাত ১২টা থেকেই সাগরে মাছ ধরার অধিকার লাভ করেন জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম।

সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ ধরা পড়বে। তিনি দাবি করেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো ট্রলার সাগরে যাত্রা শুরু করেনি।

যদিও নিষেধাজ্ঞার মধ্যে শত শত ট্রলার রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নামে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার ঘাটে এই সময়ে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর করা ছিল।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন