করোনা: দেশে মৃত্যু ৪, শনাক্ত ৪৪৬ News News Desk প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। আর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৬২ জন। শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: