সামাজিক মাধ্যমে দেশ বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে : শিক্ষামন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মৌলবাদী, দেশ বিরোধী, যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারাদেশের মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে।

শনিবার (২৩ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থ-বছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত কোন তথ্যেরই যেন সঠিকতা যাচাই না করে আমরা অন্য কারো কাছে না পাঠাই।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে নদী ভাঙন কবলিত ১শ’ ১টি পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন