বিদ্যুৎ সংকট সাময়িক সময়ের জন্য: জ্বালানি প্রতিমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

অনলাইন ডেস্ক : চলমান বিদ্যুৎ সংকটকে সাময়িক উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই সমস্যা খুব বেশি দিন থাকবে না।

শুক্রবার (২২ জুলাই) প্রতিমন্ত্রী তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। বিদ্যুৎ সংকটে তৈরি সমস্যার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার কাছে সহযোগিতাও চান।

তীব্র বিদ্যুৎ-সংকটের কারণে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে লোডশেডিং। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হয়।

আরও জানানো হয়, ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।

পোস্টে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা সব সময় বলে আসছি বর্তমান সংকট সাময়িক সময়ের জন্য। এই সমস্যা খুব বেশি দিন থাকবে না। তবুও বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতাও কামনা করি।

সংকট সমাধানে আমরা সারা দেশে শিডিউল ভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। তবে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেয়া হবে।

আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে এবং একই সাথে ভারতের আদানী পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সবার প্রতি অনুরোধ ধৈর্য ধরুন। এই কঠিন সময়ে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

সূত্র : দেশ রূপান্তর