শেখ হাসিনা দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন : পরিবেশমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

অনলাইন ডেস্ক : বৈশ্বিক সংকটে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তবে অন্যান্য দেশের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। সব সমস্যা সমাধান করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সরকার। ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে। ভোজ্যতেল ও খাদ্যশস্য আমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে।

এ জন্য বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোজ্যতেলের জন্য সরিষার চাষ করতে হবে। একই জমিতে এরপর নির্দিষ্ট ধান চাষ করতে হবে।

এ জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কৃষি ও মৎস্য কর্মকর্তাগণ সরেজমিনে মাঠ পরিদর্শন করে খাদ্যশস্য ও মৎস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন