চট্টগ্রামে একদিনে ১৮১১৮৭ বুস্টার ডোজ গ্রহণ

News News

Desk

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : করোনা প্রতিরোধে চট্টগ্রামে একদিনে ১ লাখ ৮১ হাজার ১৮৭ জন বুস্টার ডোজ (তৃতীয় টিকা) গ্রহণ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি।

তবে টিকা গ্রহণে প্রথম বা দ্বিতীয় ডোজের মতো টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় ছিল না। অনেকটা স্বস্তিতে টিকা গ্রহণ করেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, একদিনে ১ লাখ ৮১ হাজার ১৮৭ জন বুস্টার ডোজ (তৃতীয় টিকা) গ্রহণ করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৪১ ওয়ার্ডে ৩৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩২৪ জন এবং মহিলা ১৯ হাজার ৫৫৪ জন।

অন্যদিকে চট্টগ্রামের ১৫ উপজেলায় বুস্টার ডোজ গ্রহণ করেন মোট ১ লাখ ৪১ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ৬৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ৭৩ হাজার ১৬১ জন। চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৮২টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

প্রতি ওয়ার্ডে ২টি করে কেন্দ্র ছিল। নগরের জন্য ৪৭ হাজার বুস্টার ডোজের টিকা। অন্যদিকে, ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নের ৬০০ ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে বুস্টার ডোজ দেয়া হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নগর ও উপজেলায় বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে মোট ১ লাখ ৮১ হাজার ১৮৭ জন বুস্টার ডোজ (তৃতীয় টিকা) গ্রহণ করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন