আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক আধুনিক ও শক্তিশালী : স্বরাষ্ট্রমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারাই আইন হাতে তুলে নেবেন তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটি গোষ্ঠি ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। আগের চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক আধুনিক ও শক্তিশালী। কেউ অপকর্ম করে পার পাবে না। তাদের বিচার হবেই।

বগুড়ার শহরের ঠেঙ্গামারায় হোটেল মম ইনের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টায় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অসম্প্রদায়িক চেতনা তৈরি হয়েছে বাংলাদেশে। নানা উন্নয়নের কারণেই আজকে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি।

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার।

সুধী সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। এছাড়াও তিনি টিএমএসএস পরিচালিত রিলিজিয়াস কমপ্লেক্স ও পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মমইন বিনোদন জগৎ পরিদর্শন করেন।

পরে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনমিয় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন প্রমুখ।

বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তির অমর কাব্য মুর‌্যাল উদ্বোধন, করোনায় মৃত পরিবহন মালিকদের পরিবার ও দুস্থ শ্রমিকদের আর্থিক প্রণোদনা প্রদান, মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন