তারা ঋণ নিয়ে দেশ চালাচ্ছে : খন্দকার মোশাররফ

News News

Desk

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২২

অনলাইন ডেস্ক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দেশে মেগা প্রজেক্টে মেগা লুটপাট করছে। আজ তারা রিজার্ভ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে।

অথচ রিজার্ভ থেকে কোনোভাবেই ঋণ নেওয়ার নিয়ম নেই। দেশের অর্থনীতি আজ বিপর্যয়ের মুখে। রবিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।

ড. মোশাররফ আরও বলেন, প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন, ‘লোডশেডিং আমরা মিউজিয়ামে পাঠিয়েছি’, তাহলে এখন আবার কেন লোডশেডিং হচ্ছে? আজ বিদ্যুৎ খাতে সিন্ডিকেটের মাধ্যমে কুইক রেন্টালের নামে অসংখ্য টাকা লুটে নেওয়া হচ্ছে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মেয়ে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও ছেলে জিয়া আহমেদ প্রমুখ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন