ঢাকা ওয়াসার পানির দাম বাড়ছে ৫% News News Desk প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২২ অনলাইন ডেস্ক : ফের পানির দাম বাড়ছে। আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার বাড়ানো হলো পানির দাম। বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা ওয়াসার বোর্ড সভায় পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, ২০২০ সালের এপ্রিল ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দু’দফা পানির দাম বাড়ানো হয়। এ দু’দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)। বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এ দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে। ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে আরও জানা যায়, উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ার যুক্তি দেখিয়ে পানির দাম ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বোর্ড সভায় এটি নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২০০৯ সালে ঢাকা ওয়াসার দায়িত্ব নেন তাকসিম এ খান। ওই সময় আবাসিক পর্যায়ে ১ হাজার লিটার পানির দাম ছিল ৬ টাকা ৪ পয়সা ও বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ছিল ২০ টাকা ১১ পয়সা। এরপর ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই একবার পানির দাম বাড়ানো হয়েছে। ২০১৬ সালে পানির দাম দুই দফা বাড়ানো হয়েছিল। ওয়াসার পানির দাম বাড়া নিয়ে পল্লবীর বাসিন্দা সৈয়দ জাকারিয়া জিকু বলেন, ওয়াসার তাকসিম এ খান যতদিন থাকবেন পানির দাম ততই বাড়তে থাকবে। তাকসিমকে সরিয়ে দিলে পানির দাম আবার কমবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করে উল্টো পানির দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES অর্থনৈতিক বিষয়: