করোনা : দেশে মৃত্যু ৩, শনাক্ত ১৭৯০

News News

Desk

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে এ সব তথ্য জানা যায়।

সেখানে বলা হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪।

এ নিয়ে সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৮ জনের।

এর আগে বুধবার (৭ জুলাই) করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭২৮। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮৯।

সূত্র : দেশ রূপান্তর