রংপুরের পীরগাছায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ News News Desk প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২ অনলাইন ডেস্ক : রংপুরের পীরগাছা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারী-শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন- অটোচালক রাজা মিয়া (৪৫), গীতা রানী (৬০), শাহাজাহান মিয়া (৫৫) ও জান্নাত মাওয়া (৪) ও একলাছ মিয়া (১৮)। নিহতদের বাড়ি পীরগাছা উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে পীরগাছা উপজেলার সরেয়ার তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ও রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, পীরগাছা উপজেলা চৌধুরানী থেকে আটজন যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরেয়ার তল এলাকায় অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্য তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গুরুতর আহত অটোরিকশার যাত্রী ধরণি কাণ্ড (৩০) ও নবাব আলী (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে তিনজনের মৃত্যু ঘটে। তিনি বলেন, এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের বাড়ি পীরগাছা উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: