সারা দেশে ঈদে দরিদ্রদের জন্য ১ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ

News News

Desk

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২২

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ৬৪টি জেলার জন্য ১ লাখ ৩৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে চালগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রোববার (৩ জুলাই) সন্ধ্যায় এ বরাদ্দ দেওয়া হয়।

দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম