শিমুলিয়া-মাঝিরকান্দিতে ফেরি চলাচল বন্ধ

News News

Desk

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : নাব্য সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে। লৌহজং টার্নিং পয়েন্ট ও পাইনপাড়া অংশের চ্যানেল মুখে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় এ রুট ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বন্ধ থাকবে ফেরি।

এদিকে গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে গাড়ির অভাবে ফেরি বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের প্রাণ গেলে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়।

এতে মোটরসাইকেলের আরোহীরা বিপাকে পড়েন। তখন ফেরি চালুর ঘোষণা আসে। এদিকে সোমবার রাতে নাব্য সংকটের কারণে আবার ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।

সূত্র : অনলাইন ডেস্ক