ইউনাইটেডে যোগ দিয়ে ‘স্বপ্নপূরণ’ এমবুমোর

News News

Desk

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

অনলাইন ডেস্ক : ছেলেবেলায় গায়ে চাপাতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি। বড় হয়ে স্বপ্নপূরণ করলেন নিজেই সেই ক্লাবের অংশ হয়ে।

ব্রায়ান এমবুমোর গল্প যেন সিনেমার মতোই নাটকীয়। শৈশবের প্রিয় ক্লাবের সঙ্গে এবার পেশাদার ফুটবলজীবনের পরবর্তী অধ্যায় শুরু করছেন তিনি।

ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড ছেড়ে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী ফরাসি উইঙ্গার। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড।

চুক্তির মেয়াদ মূলত পাঁচ বছরের, সঙ্গে আছে আরও এক বছর বাড়ানোর সুযোগ। ট্রান্সফার ফি হিসেবে ব্রেন্টফোর্ড পাবে মোট সাড়ে ছয় কোটি পাউন্ড, সঙ্গে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আরও ৬০ লাখ পাউন্ড।

২০১৯ সালে ব্রেন্টফোর্ডে যোগ দেওয়ার সময় ক্লাবটির রেকর্ড ট্রান্সফার হয়ে এসেছিলেন এমবুমো। গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। করেছেন ২০ গোল, ছিলেন লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। এরপর থেকেই তার পেছনে ছুটতে থাকে বড় বড় ক্লাব। চেলসি, আর্সেনাল, নিউক্যাসল, এমনকি টটেনহ্যামও। তবে শেষ হাসি হাসল ম্যানচেস্টার ইউনাইটেডই।

চুক্তি সম্পন্ন করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এমবুমো, ‘যখন শুনলাম ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে নিতে চায়, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি। ছোটবেলায় ইউনাইটেডের জার্সি পরে খেলতাম, এখন সত্যিই সেই জার্সি গায়ে চাপাতে পারব। এটাই তো স্বপ্নপূরণ। ’

ফ্রান্সে জন্ম এমবুমোর। বাবার দেশ ক্যামেরুনের হয়ে খেলেন আন্তর্জাতিক ফুটবলে। বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেললেও জাতীয় দলে বেছে নিয়েছেন ক্যামেরুনকে। ফ্রান্সের বিভিন্ন একাডেমি ঘুরে ১৪ বছর বয়সে যোগ দেন তোয়াহ ক্লাবে। সেখান থেকেই শুরু হয় পেশাদার ক্যারিয়ার। এরপর ব্রেন্টফোর্ডে গিয়ে নিজেকে গড়েন।

মূলত ডান পাশের উইঙ্গার হলেও প্রয়োজন পড়লে সেন্টার ফরোয়ার্ড হিসেবেও দারুণ কার্যকর এমবুমো। আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাকে দেখা যেতে পারে নতুন জার্সিতে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড