ডেঙ্গু : সারাদেশে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৪৪৪ জন News News Desk প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ অনলাইন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৬ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এছাড়া, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের প্রথম দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২২৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১০০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে আটজন ছাড়াও রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: