টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৪

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন তিনি।

এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।