স্বাচিপের বরিশাল জেলা-শেবামেকের দুই যুগ পর নতুন কমিটি ঘোষণা

News News

Desk

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : দীর্ঘ দুই যুগ পর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বরিশাল জেলায় নতুন কমিটি পেয়েছে।

শনিবার (৬ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার।

তিনি বলেন, এছাড়াও প্রথমবারের মতো স্বাচিপের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (‌শেবামেক) শাখা কমিটি গঠন করা হয়েছে।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত দুই সদস্য বিশিষ্ট জেলা ও তিন সদস্য বিশিষ্ট বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে বরিশাল জেলা শাখার সভাপতি হলেন অধ্যাপক ডা. এসএম সারওয়ার এবং সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার।

বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ শাখার সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, সাধারণ সম্পাদক ডা. এএসএম সায়েম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মাশরেফুল ইসলাম সৈকত।

নতুন কমিটি ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার বলেন, মুক্তিযোদ্ধার চেতনার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাস্থ্য সেবায় বর্তমান সরকারের মিশন ও ভিশন নিয়ে কাজ করবে। সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেবে নতুন কমিটি।

তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. এএসএম সায়েম বলেন, দীর্ঘ ২৫ বছর পর কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি চিকিৎসক ও চিকিৎসা সেবা উন্নয়নে কাজ করবে। এই দুই ক্ষেত্রে সব সমস্যা সমাধানে লক্ষ্য থাকবে নতুন কমিটির।