জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে সাদ এরশাদের লিগ্যাল নোটিশ News News Desk প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪ অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি (কাদের) থেকে এরশাদপুত্র রাহগীর আল মাহিকে (সাদ এরশাদ) অব্যাহতি দেওয়ায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার(২৩ মার্চ) দেওয়া লিগ্যাল নোটিশে বলা হয়, সাদ এরশাদ গত ৯ মার্চ জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলে কো-চেয়ারম্যান নির্বাচিত হন। সেখানে আপনি (কাদের) সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটকপত্র সাজিয়ে মাহমুদ আলমকে দিয়ে স্বাক্ষর করিয়ে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রকাশনা করে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করেছেন। যার ধারাবাহিকতা অদ্যাবধি পর্যন্ত বিদ্যমান রেখেছেন সাবেক চেয়ারম্যান হিসেবে। এমন কাজ করে আপনি সাদ এরশাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করেছেন। এই রকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি ১০০ কোটি টাকার মান সম্মানের ক্ষতি সাধন করেছেন। সেই সঙ্গে পেনাল কোড এর ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে-২০১৮ এর ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন। এতে আরও বলা হয়, ওই কর্মকাণ্ড করে, আপনি এরশাদপুত্র সাদ এরশাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করে চলেছেন। এ রকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি ১০০ কোটি টাকার মান-সম্মানের ক্ষতি সাধন করেছেন। সঙ্গে সঙ্গে পেনাল কোড-এর ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৯(১) (২) ধারার অপরাধ করেছেন। তাই সাদ এরশাদের আদর্শের প্রতি আদর্শিত হয়ে আপনাকে স্ব-উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করলাম। কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জানাবেন। আরও জানাবেন আপনি কীভাবে জনবন্ধু হলেন। অন্যথায় যথা আদালতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES রাজনীতি বিষয়: