প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, আপিল শুনানি মঙ্গলবার News News Desk প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪ অনলাইন ডেস্ক : রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকার রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত। আজ সোমবার বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে। এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। গতকাল রবিবার রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আজ সকালে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ । SHARES জাতীয় বিষয়: