ডেঙ্গু : সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫ News News Desk প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে দুই জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) তিন জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ জনে। বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২৭ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৮। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড