ঢাকাকে পাঁচ উইকেটে হারালো খুলনা টাইগার্স

News News

Desk

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

অনলাইন ডেস্ক : দুর্দান্ত ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুর দিকে দুই ওপেনারকে হারালেও খুলনার হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শাই হোপ।

ইমন-হোপের ৪৯ রানের জুটিতে জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় খুলনা। এরপর ২১ বলে ৪৩ রানে ঝোড়ো ইনিংস খেলে খুলনাকে জিতিয়েই মাঠ ছাড়েন আফিফ।

১৫ ওভার ২ বলেই ১৩১ রান করে ফেলে খুলনা। ফলে ঢাকাকে পাঁচ উইকেটের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

ঢাকার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড