ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ১

News News

Desk

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু হয়েছে। এদিকে সব শেষ রিপোর্ট অনুযায়ী, বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১৭ জন ডেঙ্গু রোগী।

শনিবার (১৩ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর বাউফলের হানিফ হাওলাদার (৬৩) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার শেবাচিমে ৮ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৭ জন ডেঙ্গু রোগী।