ডেঙ্গু : সারা দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬২

News News

Desk

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

অনলাইন ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩৭ জন ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আর গত বছর মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এ বছরের প্রথম ৭ দিনে দেশে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকার বাইরে ২৭৪ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড