বিদেশে সফরের সময় আমাকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল তারেক : প্রধানমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিদেশ সফরের সময় কিলার ভাড়া করে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের সমাপনী বক্তব্য এ অভিযোগ করেন তিনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরও আমি বেঁচে গেছি এবং আমি কাজ করতে পেরেছি দেশের জন্য, কাজ করে যাচ্ছি। এখনো বারবার আমার ওপর হামলা হচ্ছে। শুধু দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। শুধু এটুকুই জানিয়ে রাখলাম। শেখ হাসিনা বলেন, যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার (ভাড়া) করে আমাকে মারার প্রচেষ্টা। সেই চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে, যে লন্ডনে বসে আছে, সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: