বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন

News News

Desk

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বান্দ রোড এলাকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে বালক এবং বালিকা গ্রুপে পিরোজপুর বনাম পটুয়াখালী জেলা মুখোমুখি হয়। এ ছাড়া বিভাগীয় পর্যায়ের এ টুর্নামেন্টে বিভাগের ৬টি জেলা থেকে বালক ও বালিকাদের ছয়টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

এদিকে, বিভাগীয় কমিশনার কার্যালয় ও বরিশাল জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পারভেজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন।

 

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড