কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনা মৃতের সংখ্যা বেড়ে ১৭

News News

Desk

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওয়ানা হয়।

জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন