ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ৩, নতুন করে শনাক্ত ৩৪১

News News

Desk

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৪১ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিয়ষটি নিশ্চিত করেন।

মৃতরা হলেন, বরিশালের বানারীপাড়া উপজেলার নমিতা হালদার (৩৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার প্রদীপ (৪৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ৭৮৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৬৮ জন।

বিভাগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৮ জন, ভোলা সদর হাসপাতালে ৯, বরগুনা সদর হাসপাতালে ৫, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে ৭ ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১০২, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৭৪, ভোলায় ৩০, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে আট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৮৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।