ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৩০৭

News News

Desk

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে আগের দিনের চেয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৩০৭ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাবুগঞ্জের মাধবপাথার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদরের এমদাদুল হক (৬২) ও পটুয়াখালীর গলচিপার আলো বেগম (৩৫), ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলতখানের কুলসুম বেগম (৬০) এবং পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই জেলার নেছারাবাদের লাবুনী আক্তারে (২৮)।

এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৮ জন রোগীর মৃত্যু হলো। যার মধ্যে ৮৪ জন শের-ই বাংলা মেডিকেলে, ২ জন বরিশালের অন্য স্বাস্থ্য কমপ্লেক্সে, ১১ জন পিরোজপুরে, ৮ জন ভোলায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও পটুয়াখালী সদর হাসপাতালে ২ জন, বগুরনায় ৫ জন এবং ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন