কাকরাইলে এস এ পরিবহনের গোডাউনে আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনী

News News

Desk

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুটি ওয়াটার বাউজার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুইটি ওয়াটার বাউজারসহ সেনাবাহিনী একটি অগ্নিনির্বাপন দল ক্যান্টনমেন্ট থেকে এসেছে। প্রতিটি ওয়াটার বাউজারে ২০ হাজার লিটার করে পানি রয়েছে। তারা আগুন নেভানোর কাজ করছেন।

এছাড়া শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমপি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এনএসআই, র‌্যাব, আনসার, সিআইডি, রেড ক্রিসেন্ট, ও স্কাউট সদস্যরা।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইলে অবস্থিত এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে আগুন লাগে। ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে আসে।

এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ১২টি ইউনিট। পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

থেমে থেমে বিস্ফোরণের শব্দ আসছে গোডাউনের ভেতর থেকে। টকা বা আতশবাজি বিস্ফোরিত হয়ে এই শব্দ আসছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, বর্তমানে আমরা থেমে থেমে কিছু আতশবাজির বা পটকা ফাটার মতো শব্দ পাচ্ছি। আমরা ধারণা করছি গোডাউনের পার্সেলের ভেতরে পটকা বা আতশবাজি জাতীয় কিছু থেকে থাকতে পারে। এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারব।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। সম্পূর্ণ নেভাতে আরো কিছু সময় লেগে যেতে পারে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড