যশোরে একদিনে চার উপজেলার সড়কে প্রাণ গেল ৫ জনের

News News

Desk

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : যশোরে একদিনে চার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু, ঝিকরগাছায় মোটরসাইকেলের পিছন থেকে পড়ে লন্ডন প্রবাসী এক শিক্ষার্থী, সদর উপজেলার সতীঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় একজন ও কেশবপুরে পিকআপের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় সদর, শার্শা ও ঝিকরগাছায় তিনজন আহত হয়েছেন।

শার্শায় নিহত দুই বন্ধু হলেন যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক (৩৯) ও ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারের ছেলে সোহেল রানা (৩৫)।

অপরদিকে ঝিকরগাছায় লন্ডন প্রবাসী শিক্ষার্থী সাগর হোসেন (২৪), সদর উপজেলার সতীঘাটা বাজারে উজ্জল বিশ্বাস (৫৫) ও কেশবপুরের নিহত হয়েছেন বসুন্দিয়া গ্রামের সুশিলা রায় (৭২) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে রাজ কুমার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বেনাপোল থেকে যশোরের অভিমুখী আসছিলেন। পথে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে রাস্তা পার করতে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।

খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ঝিকরগাছায় মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে সাগর হোসেন (২৪) নামের এক লন্ডন প্রবাসী শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আলাইপুর গ্রামের আরশাদ আলীর ছেলে ও লন্ডন প্রবাসী শিক্ষার্থী। এ সময় মোটরসাইকেল চালক সাতক্ষীরার সদরের মাধবকাটিয়া গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে আলমগীর হোসেন (৩০) আহত হয়েছেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহত সাগর হোসেন সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে যশোর যাচ্ছিলেন।

ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে পাশ কাটাতে চালক সজোরে ব্রেক করেন। এসময় পিছনে থাকা আরোহী সাগর হোসেন ছিটকে সামনে পাকা রাস্তার উপর পড়ে যান । ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে এদিন বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন নাভারন হাইওয়ে পুলিশ।

অপরদিকে শনিবার (৭ অক্টোবর) রাত ৮টায় সদর উপজেলার সতীঘাটা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় উজ্জল বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক বুলবুল আহমেদ (৫০)। নিহত উজ্জল বিশ্বাস সদর উপজেলার কামালপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদশীর্রা জানান, উজ্জল বিশ্বাস সতীঘাটা বাজারে যশোর-মণিরামপুর সড়কে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলবুল আহমেদ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে দু’জনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক উজ্জল বিশ্বাস মৃত ঘোষণা করেন। বুলবুল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৭ অক্টোবর) ভোরে কেশবপুর চুকনগর সড়কের মঙ্গলকোট বাজারে দ্রুত গামী পিক আপের চাকায় পিষ্ট হয়ে সুশিলা রায় (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বসুন্দিয়া গ্রামের মৃত সুনীল রায়ের স্ত্রী।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত সুশিলা রায় প্রতিদিনের মতো গতকাল ভোরেও হাটতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।

সূত্র : দেশ রূপান্তর