বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে : হানিফ

News News

Desk

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবো।

আমেরিকার আইআরআই নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অতএব আবারো আমরা ক্ষমতায় আসছি।’

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে।

তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত; তারা আল্টিমেটাম দিয়েছে, সবসময় আল্টিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আল্টিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশনস দেবে, স্যাংশনস দেবে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের।

বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। যথাসময়ে সংবিধান অনুযায়ী এ সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড