ডেঙ্গু : সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ News News Desk প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩ অনলাইন ডেস্ক গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে আরও ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রন্তরা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৭০ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে ১৭২ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় আজ অনেকটা কমেছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: