রাশিয়া থেকে দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি News News Desk প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম ব্যাচের জ্বালানি নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ জ্বালানি এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর। তিনি বলেন, নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল দেশে এসে পৌঁছেছে ৷ আমরা বুঝে পাওয়ার পর বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হবে। রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন- রোসাটমের জ্বালানি প্রস্তুতকারী কোম্পানি টেভেলের একটি প্রতিষ্ঠান নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্ট (এনসিসিপি) রূপপুরের এই জ্বালানি উৎপাদন করেছে। এই জ্বালানি বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প সাইটে নেওয়া হবে। সড়কপথে এটি পরিবহনের সময় ভিভিআইপি সমমানের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হবে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানি পরিবহনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এটি আমদানি, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন বা নির্দেশনা পুরোপুরি অনুসরণ করেই সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রের এই জ্বালানি হস্তান্তরিত হবে। রূপপুর প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চ্যুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES অর্থনৈতিক বিষয়: