বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন সেতুমন্ত্রী News News Desk প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে। এছাড়াও বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: