বোর্ডিং পাস ছাড়াই বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার

News News

Desk

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস ছাড়াই বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে বিমানবন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তারা বিমাবনন্দর ইমিগ্রেশন পুলিশ, অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) প্রতিষ্ঠানের কর্মকর্তা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই ঘটনায় যাদের গাফিলতি ছিল প্রত্যেককে মঙ্গলবারই সাসপেন্ড (প্রত্যাহার) করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ১০ জনকে চিহ্নিত করে প্রত্যাহার করা হয়েছে। তারা ইমিগ্রেশন পুলিশ, এভসেক, কুয়েত এয়ারওয়েজ এবং গ্রাউন্ড হ্যান্ডেলার।

বেবিচক চেয়ারম্যান বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদনে পুরো ঘটনাটি বিস্তারিত তুলে ধরবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন