স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি News News Desk প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন অনলাইন ডেস্ক : স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি বের করা হয়েছে। মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালের সামনে আলোচনা সভা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকে বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনির আলম চৌধুরী। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনিসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। আলোচনা সভা শেষে নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিটি পূর্ব আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, এ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন আরও বেগবান হবে। খালেদা জিয়াসহ কারাবরণকারী নেতাকর্মীদের মুক্তি ও নির্দোলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীরা মাঠে থাকবে। আন্দোলনের ডাক আসলে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে আন্দোলন করবে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES রাজনীতি বিষয়: