ক্ষমতায় কে থাকবে বা কে থাকবে না তা সিদ্ধান্ত নেবে জনগণ : তথ্যমন্ত্রী News News Desk প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ অনলাইন ডেস্ক : ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, তার সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। আঘাত পেলে আওয়ামী লীগ আরও সংগঠিত হয়, ঘুরে দাঁড়ায়। আমরা ভাঙব কিন্তু মচকাব না। রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশের’ উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির। তিনি বলেন, বিএনপির মহাসচিব এখন বলছেন কোন দেশ কী বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধরনা দেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি। দেশের মানুষের প্রতি বিএনপিকে বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। কয়েকটা বিবৃতিও এনেছিল। হাত-পা ধরে আর লাভ নাই, কয়েকটা বিবৃতি দিয়ে কিছু হবে না। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: