এক দফা দাবিতে বরিশালে বিএনপির গণমিছিল

News News

Desk

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগসহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনের নির্বাচনের এক দফা দাবিতে বরিশালে গণমিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে নগরীর সদর রোড থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলের আগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে মহানগর বিএনপি।

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তর।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ।

বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত¡র থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি হেমায়তউদ্দিন রোড, চকবাজার ও কাঠপট্টি হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড