বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮ News News Desk প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৮ জন আহত হয়েছে। গত শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রহমান সোহাগ (২২)। সে দুর্ঘটনাকবলিত পরিবহনের হেলপার ছিল। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, শনিবার (৫ আগস্ট) রাতে বরিশাল থেকে একটি বাস ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিলো। রাত ৮টার দিকে বাসটি গৌরনদীর ভূরঘাটা এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি ট্রাক্টর ট্রলির সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার আবদুর রহমান সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কয়েকজন বাস যাত্রী। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন আহতকে পায়নি। ওসি আরও জানান, এ ঘটনায় বাস ও ট্রলি আটক করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ বাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় ৩টি দুর্ঘটনা ঘটলো। এর মধ্যে দুটি বাস ডোবায় পড়ে যায়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: