শনিবার ঢাকা মহানগরীর প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণা

News News

Desk

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : ঢাকার মহানগরীর প্রবেশপথে আগামীকাল শনিবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) দলটির মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। এর মধ্যেই বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় নেতারা। প্রায় আধা ঘণ্টা তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা।

বৃষ্টিতে ভিজতে ভিজতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রবল বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা আজ নয়াপলটনের মহাসমাবেশে যোগ দিয়েছেন। আমরা এবার সফল হবোই।

এসময় উপস্থিত নেতাকর্মীদের ধৈর্যের প্রশংসাও করেন তিনি। সমাবেশস্থলে কেউ কেউ ছাতা দিয়ে আবার কেউবা ব্যানার মাথায় দিয়ে নেতাদের বক্তব্য শুনেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন