বরিশালে গভীর রাতে এক সংবাদকর্মীকে কুপিয়ে জখম

News News

Desk

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল নগরে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে বরিশাল নগরের রুপাতলী উকিলবাড়ি সড়কে এ ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিক এম আর শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম আর শুভ স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। তিনি উকিলবাড়ি সড়কের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে।

আহত শুভ জানান, পত্রিকার কাজ শেষে রাত ২টার দিকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। নগরের রুপাতলী এলাকায় রিকশা থেকে নেমে হেঁটে উকিলবাড়ি সড়কের বাসার উদ্দেশে যাচ্ছিলেন।

সড়কে সুমনের চায়ের দোকানে পৌঁছালে দুই ব্যক্তি তার পথরোধ করে। দুবৃর্ত্তরা তার জামার কলার ধরে ধাক্কাধাক্কি করে। নিজের পরিচয় দিলে তারা মোবাইল ফোন চায়। ফোনসেট না দিয়ে দৌড় দেন তিনি। তখন দুর্বৃত্তরা রামদা দিয়ে কোপ দেয় তাকে।

শুভ আরও জানান, তিনি ওই অবস্থায় চিৎকার দিলে একজন লোক বেরিয়ে আসেন। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই লোক তার ক্ষতস্থান বেঁধে দেন। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান সাংবাদিক শুভ।

কোতয়ালি মডেল থানার এসআই মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসি টিভি ছিল না। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাতে দুর্বৃত্তদের দেখা যায়নি। শুধু শুভকে দেখা গেছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম