সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পঞ্চম : স্বাস্থ্যমন্ত্রী News News Desk প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩ সংগৃহীত ছবি অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়ায় প্রথম অবস্থানে। দেশের মানুষকে ৩৫ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। যার মূল্য ৫০ হাজার কোটি টাকা। ভ্যাকসিনের জন্য একটি টাকাও কারো খরচ করতে হয়নি। করোনা নিয়ন্ত্রণে আটশত ল্যাব স্থাপন করতে হয়। তখন মাত্র একটি ল্যাব ছিল। সেই সময় ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়। বিশ হাজার বেডের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সফলতা সম্ভব হয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সফলতার সাথে করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। রবিবার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই সকল কাজ সচল ছিল। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে পদ্মা সেতু করতে হয়। করোনার সময় কোথায় ছিলেন আপনারা। তখনতো আপনাদেরকে দেখিনি। এখন বলছেন শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে। হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলা যায় না। মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন এবং করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য জেলা আওয়ামী লীগ এই গণসংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: