নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম News News Desk প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩ অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১৭ জুলাই) রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এ ঘোষণা দেন তিনি। হিরো আলম বলেন, যারা আমার ওপর হামলা চালিয়েছে। তাদের ভিডিও ফুটেজ দেখে মামলার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে এই নির্বাচন বয়কট করছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন তবুও আমরা এই নির্বাচন বর্জন করছি। হিরো আলমের ওপর যারা হামলা করেছে তাদের বিচার চাই। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে হিরো আলমকে একদল লোক মারধর করে। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা যায়। পরবর্তী সময়ে আহত অবস্থায় রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: