ডেঙ্গু : বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৫৩ রোগী ভর্তি News News Desk প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ জুলাই) বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন। এছাড়াও বরিশাল জেনারেল হাসপাতালে ১৭ জন, পিরোজপুরে ২২ জন, বরগুনায় ১৪ জন, ভোলায় ২৫ জন, ঝালকাঠি হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ১৭৪৭ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৩৮৭ জন। এ সময়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়। প্রসঙ্গত, গত শনিবার (১৫ জুলাই) বিভাগে ১৫১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। সূত্র : ঢাকা পোস্ট SHARES জাতীয় বিষয়: