ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে অফিস News News Desk প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩ অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার (০২ জুলাই) খুলছে ব্যাংক-বিমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার সারাদেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেন কর্মজীবীরা। এদিকে, যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। চলতি সপ্তাহ পুরোটাজুড়েই ঈদের আমেজ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এবারও প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে দেশের নানা প্রান্তে যান। অনেকে ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আবার কেউ কেউ ঈদ করে ঢাকা ছেড়েছেন। এজন্য চলতি সপ্তাহ পুরোপুরি সচল হবে না ঢাকা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: