বিএনপির যে কোনো আন্দোলনই শুধু হাঁক-ডাকেই সীমাবদ্ধ : শিক্ষামন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বিএনপির যে কোনো আন্দোলনই শুধু হাঁক-ডাকেই সীমাবদ্ধ থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিএনপি বেশ আগে থেকেই ঈদের পর আন্দোলন করবে বলে জানিয়েছে।

কোন ঈদের পর আন্দোলন করবে, তা আমরা জানি না। আন্দোলন হচ্ছে জনগণের সম্পৃক্ততা। জনগণের স
ম্পৃক্ততা ছাড়া, জনবিচ্ছিন্ন কোনো ইস্যুতে সঠিক আন্দোলন হতে পারে না। সে কারণে তাদের কোনো আন্দোলন সঠিক না, সঠিক হতে পারেনি।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, সদর ভূমি কর্মকর্তা হেদায়েত উল্যাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন