৩০ টাকা দরে ৫ কেজি করে চাল পাবে ১ কোটি পরিবার : খাদ্যমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যাদের কাছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড আছে, অন্যান্য পণ্যের সঙ্গে জুলাই থেকে তারা পাঁচ কেজি করে চাল পাবেন।

প্রতি কেজি চালের দাম নেওয়া হবে ৩০ টাকা করে। খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) ডিলাররা তাদের এই চাল সরবরাহ করবেন। অন্তত এক কোটি পরিবার এই পাঁচ কেজি চাল পাবেন। সারা বছরই পাবেন।

রবিবার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩-এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা ক্রয় করেছি। ধান সংগ্রহ করেছি ১ লাখ ১৫ হাজার ২৭২ টন। আমাদের সামনে আরো দুই মাস সময় আছে। এ সময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারব।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন